বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আটক রোকন খান রাজিব বগুড়া কাহালু উপজেলার প্রতাপপুর এলাকার বাসিন্দা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল সাড়ে ৩টায় বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. আছলাম আলীর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর উপজেলার তিনমাথা রেলগেট এলাকা থেকে একটি বিদেশী ৭.৬৫ পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ রোকন খান রাজিবকে আটক করে।
বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আছলাম আলী বাংলানিউজকে বলেন, সন্ত্রাস-অস্ত্রবাজদের বিরুদ্ধে বগুড়া গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। আগামীতেও গোয়েন্দা পুলিশের অভিযান চলবে। এই ঘটনায় সদর থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, মার্চ ১২, ২০২০
কেইউএ/এবি