বৃহস্পতিবার (১২ মার্চ) দিনগত ভোররাতের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ রানা। শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় বাংলানিউজকে এ তথ্য জানান খিলগাঁও থানার পরিদর্শক (ওসি, তদন্ত) মো. রাহাত খান।
নিহতের স্বজনদের বরাত দিয়ে এ পুলিশ কর্মকর্তা জানান, স্ত্রী ও এক সন্তান নিয়ে খিলগাঁওয়ের উত্তর গোড়ান বাজার এলাকার একটি বাড়ির তিন তলায় ভাড়া থাকতেন মাসুদ রানা। গত ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় ক্ষুব্ধ হয়ে ঘুমন্ত স্বামীর গায়ে লবণ-মরিচ মেশানো গরম পানি ঢেলে দেন লিজা।
পরে প্রতিবেশী ও অন্যরা দগ্ধ মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। শরীরের ৪৭ শতাংশ দগ্ধ মাসুদ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিনগত ভোররাতের দিকে মারা যান।
রাহাত খান আরও জানান, ওই ঘটনার পর থেকেই তার স্ত্রী লিজা পলাতক রয়েছেন। কী কারণে তিনি স্বামীর গায়ে গরম পানি ঢেলে দেন সে ব্যাপারে জানার চেষ্টা চলছে। গত ২৫ ফেব্রুয়ারি এ ঘটনা ঘটলেও মাসুদের মৃত্যুর পর তার স্বজনদের মাধ্যমে আমরা শুক্রবার এ ঘটনা জানতে পেরেছি।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এজেডএস/এইচজে