ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা শাখার সদস্য নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় গোয়েন্দা শাখার সদস্য নিহত

ঢাকা: নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় সড়ক দুর্ঘটনায় একেএম ফজলুল হক (৩৮) নামে গোয়েন্দা শাখার (এসবি)  এক সাব-ইনস্পেক্টর নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

  

এ বিষয়ে কাচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে ভুলতা-ডাউকিয়া ও কাঞ্চনব্রিজের মধ্যবর্তী স্থানে সড়ক দুর্ঘটনায় ফজলুল হক আহত হন, পরে ঢামেকে তার মৃত্যু হয়। এসময় তিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন। একটি ট্রাকের ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহত ফজলুল হক মালিবাগের এসবি অফিসে কর্মরত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০ 
এজেডএস/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।