ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

মধুপুরে ইয়াবাসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
মধুপুরে ইয়াবাসহ আটক ১

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ইয়াবাসহ ফারুক হায়দার ওরফে রমজান (২৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার পৌর এলাকার গোপদ বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফারুক একই উপজেলার আউশনারা গ্রামের আব্দুল মালেকের ছেলে।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. আবুল কাশেম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোপদ বাজার এলাকা থেকে ফারুককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৯৫ পিস ইয়াবা জব্দ করা হয়।  

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল বাংলানিউজকে জানান, আটক ফারুকের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।