ঢাকা, সোমবার, ২৫ ফাল্গুন ১৪৩১, ১০ মার্চ ২০২৫, ০৯ রমজান ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
আড়াইহাজারে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, নারীসহ আহত ২০

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত আড়াইহাজার পৌড়সভার গাজিপুরা গ্রামে এই ঘটনা ঘটে।  

জানা যায়, ১৫ শতাংশ জায়গা নিয়ে ওই গ্রামের মনির এবং নুরুল হকের মধ্যে বিরোধ চলছিল।

বর্তমানে ওই জায়গা নুরুল হক ভোগ দখল করে আসছে। কিন্তু মনির ক্রয়সূত্রে ওই জমির মালিকানা দাবি করে শুক্রবার সকালে ২০/২৫ জন লোক নিয়ে জমি দখল করতে গেলে নুরুল হকের লোকজন বাধা দেয়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্বজনরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহতদের মধ্যে সহিদুল্লাহ এবং হালিম নামের দুজনের অবস্থা গুরুতর। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ  হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।