শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কানহরে এলাকায় একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহত আব্দুর রহিম একজন মুক্তিযোদ্ধা।
ত্রিশাল থানার সেকেন্ড অফিসার বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নিহতরা বৈলর পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করলেও বাসটিকে আটক করা সম্ভব হয়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০২০
এএ