এরা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়া থেকে দেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন খুলনার দাকোপ উপজেলার সাত জন, তেরখাদার তিন জন, দিঘলিয়ার দুই জন, খুলনা সদরের তিন জন।
মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বাংলানিউজকে জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমআরএম/আরআইএস