ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় ১৭ জন হোম কোয়ারেন্টাইনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
খুলনায় ১৭ জন হোম কোয়ারেন্টাইনে

খুলনা: করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় ডুমুরিয়া উপজেলার স্থানীয় দু’জনসহ বিদেশফেরত ১৭ জনকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এরা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়া থেকে দেশে ফিরেছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন খুলনার দাকোপ উপজেলার সাত জন,  তেরখাদার তিন জন, দিঘলিয়ার দুই জন, খুলনা সদরের তিন জন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বাংলানিউজকে জানান, বিদেশ ফেরত ব্যক্তিদের তাদের বাড়িতেই থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন। তারপরও অন্তত ১৪ দিন তাদের বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমআরএম/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।