ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধাদের টার্মিনাল-ফেরিঘাটে প্রবেশে টোল ফ্রি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মুক্তিযোদ্ধাদের টার্মিনাল-ফেরিঘাটে প্রবেশে টোল ফ্রি

ঢাকা: ‘মুজিববর্ষ’ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর দিন থেকে মুক্তিযোদ্ধাদের লঞ্চ টার্মিনাল ও ফেরিঘাটে প্রবেশের ফি মওকুফ কার্যকর করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

মুক্তিযোদ্ধাদের সম্মানে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছিল।

অফিস আদেশে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী 'মুজিববর্ষ’ উপলকক্ষে ১৭ মার্চ থেকে ‘বীর মুক্তিযোদ্ধাদের’ নৌপথ চলাচল সহজতর করার লক্ষ্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বিআইডব্লিউটিএ’র নিয়ন্ত্রণাধীন সব নদীবন্দর ও ফেরিঘাটে প্রবেশের টার্মিনাল চার্জ, সব ধরনের লঞ্চঘাটের প্রবেশ ফি যথাযথ পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে ফ্রি করা হলো।


 
নৌ-মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে পরবর্তীসময়ে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লউটিএ)।
 
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর দিন থেকে এই নির্দেশনাটি কার্যকর হয়েছে বলে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে বাংলানিউজকে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
 
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।