মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে আগারগাঁওয়ের সমাজসেবা অধিদপ্তরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও মুজিববর্ষের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ মন্ত্রী।
নুরুজ্জামান আহমেদ বলেন, বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন না করে গেলে আজ আমরা এ পর্যন্ত আসতে পারতাম না।
‘বঙ্গবন্ধুকে পাকিস্তান প্রধানমন্ত্রী করতে চেয়েছিল। কিন্তু তিনি সেটি উপেক্ষা করে বলেছিলেন, বাঙালি জাতিকে আমি বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই এবং সেটি তিনি করেছেন। বঙ্গবন্ধু স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করেছেন। ধ্বংসস্তূপের মধ্যেও তিনি জয়ের কথা ভেবেছিলেন। বাঙালি জাতিসত্তার উন্মোচনে তিনি ছিলেন সিংহ পুরুষ। ’
মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়নে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তার মেধা-মননের মাধ্যমে দেশের মানুষের জন্য সফলতা নিয়ে এসেছেন। তিনি অচেনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল করতে সক্ষম হয়েছেন। সারা বিশ্বে বাংলাদেশকে পরিচিত করেছেন। সারা বিশ্ব তাকিয়ে আছে কীভাবে তিনি দ্রুততার সঙ্গে উন্নয়নের চরম শিখরে পৌঁছে দিয়েছেন বাংলাদেশকে। বঙ্গবন্ধু যে আদর্শ দিয়ে গেছেন, তা বুকে ধারণ ও অন্তরে লালন করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এগিয়ে যাব।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারীও বক্তব্য রাখেন।
বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসএমএকে/এইচজে