ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

সেনবাগে মাটিচাপায় ইটভাটার শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
সেনবাগে মাটিচাপায় ইটভাটার শ্রমিক নিহত

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে মাটিচাপা পড়ে রমজান আলী মিয়া (২৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে ভূঁইয়াদিঘী এলাকার মুক্তা ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে। রমজান আলী নেত্রকোনা জেলার কলমাকান্দির রংচাতা এলাকার জালাল উদ্দিন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর থেকে মুক্তা ব্রিকফিল্ডে গাড়ি থেকে মাটি নামানোর কাজ করছিলেন রমজানসহ অন্য ইটভাটা শ্রমিকরা। এসময় একটি মাটিভর্তি পিকআপ ভ্যান থেকে মাটি নামানোর জন্য গাড়ির পেছনের অংশ (ডাকনা) খুলতে গিয়ে ধাক্কা লেগে নিছে পড়ে যান রমজান। কিন্তু ডাকনা খুলে যাওয়ায় সঙ্গে সঙ্গে গাড়ি থেকে মাটির স্তুপ রমজানের গায়ের ওপর পড়লে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।