ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় জাহাজ ডুবে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় জাহাজ ডুবে নিহত ১

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে বালুবাহী একটি বাল্কহেডের ধাক্কায় জাহাজ ডুবে মাসুদ (৩৮) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ‘দাদা-নাতী’ নামে একটি বাল্কহেডের সঙ্গে ফ্রেশ সিমেন্ট কোম্পানীর একটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বাল্কহেডের দুইজনকে আটক করা হয়েছে।

জানা যায়, নিহত মাসুদ ফ্রেশ সিমেন্ট জাহাজের ইঞ্জিন চালক ছিলেন। আটকরা হলেন-বাল্কহেডের ইঞ্জিন চালক মাসুদ রানা ও সুকানি ইব্রাহীম খলিল।

নারায়ণগঞ্জ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দু হাকিম বাংলানিউজকে জানান, সিমেন্ট নিয়ে শীতলক্ষ্যা নদী দিয়ে সময় বাল্কহেডটি ধাক্কা দেয়। এতে জাহাজটি ডুবে ইঞ্জিন চালক মাসুদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।