জাতির জনক বঙ্গবন্ধুর স্মরণে মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাজশাহী মহানগরীর কুমারপাড়ার দলীয় কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। পরে দলীয় কার্যালয়ের পাশে থাকা স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সাবেক সিনিয়র সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, সাবেক সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নওশের আলীসহ নেতাকর্মীরা।
পরে রাজশাহী নগর ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র লিটন। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী ওয়ার্ডের কাউন্সিলররা ও কর্মকর্তা-কর্মচারীরা।
সকালে মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ সময় সেখানে পার্টির সাধারণ সম্পাদক রাজশাহী সদর আসনের সংসদ সদস্য (এমপি) ফজলে হোসেন বাদশা প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে তার নেতৃত্বে পার্টির স্থানীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বঙ্গবন্ধুকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশিষ প্রমাণিক দেবু, সম্পাদকমণ্ডলীর সদস্য এন্তাজুল হক বাবু, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।
এদিকে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে রাজশাহী জেলা প্রশাসন। মঙ্গলবার সূর্যদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে রাজশাহী পুলিশ লাইনস মাঠে দিবসের শুভসূচনা করা হয়। একই সময় সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে সকাল সোয়া ৯টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাজশাহী বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খোন্দকার ও জেলা প্রশাসক মো. হামিদুল হক।
এছাড়া জেলা কালেক্টরেট মাঠে বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা, কুইজ, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন।
বিকেলে রয়েছে সাংষ্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সন্ধ্যায় নগরের কালেক্টরেট মাঠে আতশবাজি পোড়ানো হবে। রাত ৮টায় নগর ভবনেও পোড়ানো হবে আতশবাজি।
সকালে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য, নারী সদস্য ও কর্মকর্তা-কর্মচারীরা। এরপর জেলা পরিষদ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া শিশু দিবস উপলক্ষে রাজশাহীর বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে সোমবার (১৬ মার্চ) থেকে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। নগরের প্রতিটি মোড়ে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর দুর্লভ ছবিসহ ব্যানার-ফেস্টুন। মহানগর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড কার্যালয় থেকে মাইকে প্রচার করা হচ্ছে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ।
জোহরের নামাজের পর মহানগরীর বিভিন্ন মসজিদে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল করা হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসএস/আরআইএস/