ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
শ্রীনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কেয়টখালি এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেদ বাংলানিউজকে জানান, সকালে ওই মহাসড়কের কেয়টখালি এলাকায় একটি ড্রাম্প ট্রাক রাস্তায় বাক নিচ্ছিল। এসময় পেছনে থাকা মাওয়াগামী একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর নিহত হন। তাদের বয়স আনুমানিক ৬০ ও ৪০ বছর হবে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ড্রাম্প ট্রাকটি জব্দ করে হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। নিহতদের নামপরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।