নিহতরা হলেন-জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আবু তালেব (৬৫) ও একই উপজেলার পূর্ব দূর্গাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু মিয়া (২৮)।
জানা গেছে, আবু তালেব ও রাজু মিয়াসহ ১১ জন ব্যবসায়ী গরু কেনার জন্য কালাই উপজেলার পুনট থেকে শ্যালোইঞ্জিন চালিত ভটভটিতে করে জয়পুরহাটের পাঁচবিবি গো-হাঁটিতে যাচ্ছিলেন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করালে দায়িত্বরত চিকিৎক গুরুতর চার জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। শজিমেক হাসপাতালে যাওয়ার পথেই আবু তালেব ও রাজু মিয়া মারা যান।
বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ