স্থানীয়রা জানায়, দুপুরে ময়মনসিংহ থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ৫ যাত্রী নিয়ে জামালপুর যাচ্ছিল। পথে নান্দিনার খড়খড়িয়ায় পৌঁছালে অটোরিকশার সামনের চাকা খুলে যায়।
নিহত ফজলুল রহমানের (৬৫) বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার ভাটিদাসপাড়া গ্রামে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ঝালরচর এলাকায় মোটরসাইকেল ও ভ্যানগাড়ির সংর্ঘষ হলে মায়ের কোল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যায় ১০ দিনের নবজাতক। সে বকশীগঞ্জ উপজেলার খেওয়ারচর গ্রামের মমিজলের ছেলে।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ