ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ: খাদ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ: খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

ঢাকা: বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার যে স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই স্বপ্ন পূরণের পথে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (১৭ মার্চ) নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ও স্বনির্ভর জাতি গঠনের স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই স্বপ্ন পূরণের পথে। খাদ্যশস্য উৎপাদনে দেশ এখন বিশ্বে রোল মডেল। দেশের কোনো মানুষকে আর অনাহারে থাকতে হয় না। খাদ্যের জন্য কষ্ট করতে হয় না।  

তিনি বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে খাদ্য মজুতের পরিমাণ সর্বোচ্চ। বর্তমানে সরকারি গুদামে প্রায় ১৯ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে। যা সর্বকালের সর্বোচ্চ অর্জন। এ সাফল্য ধরে রাখতে নতুন নতুন পরিকল্পনা করছে সরকার।  

নওগাঁ শহরের মুক্তির মোড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী।  

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য (এমপি) নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক (ডিসি) হারুন অর রশিদ, পুলিশ সুপার (এসপি) আব্দুল মান্নানসহ প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পরে খাদ্যমন্ত্রী নওগাঁর সাপাহার উপজেলায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠান শেষে শহরের জিরো পয়েন্টে সাধারণ মানুষের মধ্যে করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। এরপর দুপুরে সাপাহার উপজেলা হল রুমে স্থানীয় প্রশাসন আয়োজিত করোনা ভাইরাস সচেতন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।  

বিকেলে পোরশা উপজেলায় করোনা ভাইরাস বিষয়ক সচেতনতামূলক আরও একটি অনুষ্ঠানে যোগ দেন খাদ্যমন্ত্রী। এ সময় তিনি করোনা ভাইরাস মোকাবিলায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন।
 
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসকে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।