ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে একশ পতাকা উত্তোলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মাগুরায় বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে একশ পতাকা উত্তোলন

মাগুরা: মাগুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একশ হাফেজ কোরআন খতম, দোয়া মাহফিল ও একশ জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরে চৌরাঙ্গী মোড়ে জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে একশ পতাকা উত্তোলন ও সমবায় মার্কেট মাঠে কোরআন খতম অনুষ্ঠিত হয়।

এ সয়য় জেলা যুব লীগের আহবায়ক ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি।

এসময় উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুণ্ডুসহ জেলা ছাত্রলীগের নেতারা উপস্থিত ছিলেন।
 
পরে প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর, করোনা ভাইরাস প্রতিরোধে লিফলেট বিতরণ এবং যারা বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন তাদের কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার  পরামর্শ দেন।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।