ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বিদেশফেরত ২১ জন হোম কোয়ারেন্টাইনে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
কুড়িগ্রামে বিদেশফেরত ২১ জন হোম কোয়ারেন্টাইনে

কুড়িগ্রাম: কুড়িগ্রামে করোনা ভাইরাস সংক্রমণ রোধে বিদেশফেরত ২১ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা রয়েছে। এরা সবাই সম্প্রতি দুবাই ও সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।  

হোম কোয়ারেন্টাইনে থাকা ২১ জনের মধ্যে সাতজনই কুড়িগ্রাম সদর উপজেলার বাসিন্দা।

এসব প্রবাসীদের নিজের ও তাদের পরিবারের কথা ভেবে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবু মো. জাকিরুল ইসলাম বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ রোধে হাসপাতালে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ ব্যবস্থায় হাসপাতালের ট্রাইজ রুম ও ফিজিশিয়ান রুম এবং আইসোলেশন ওয়ার্ড স্থাপনসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের ইতোমধ্যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।  

তিনি বলেন, সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে আসা রোগীদের থুথু ও কফ পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। সবাইকে করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।