ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক প্রবাসীকে অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক প্রবাসীকে অর্থদণ্ড

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরে হোম কোয়ারেন্টাইনে না থাকায় এক অস্ট্রেলিয়া প্রবাসীকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার।

দণ্ডপ্রাপ্ত পান্নু মিয়া (৭০) উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের পশ্চিম কুশুন্ডা গ্রামের বাসিন্দা।

আইরিন আক্তার বাংলানিউজকে বলেন, করোনা ভাইরাস নিয়ে প্রতিনিয়ত মানুষের মধ্যে সচেতনতামূলক পরামর্শ দিচ্ছি এর মধ্যে আজ দুপুরে খোঁজ পেলাম উপজেলার কুশুন্ডা এলাকায় একজন অস্ট্রেলিয়া প্রবাসী হোম কোয়ারেন্টাইন অমান্য করে বাইরে ঘোরাফেরা করছেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে জরিমানা করা হয়। সেইসঙ্গে ১৪ দিন নিজ বাড়িতে তাকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।