মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা সদরের মালেকা চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আক্কাস আলীর বাড়ি মধুখালী উপজেলার বাগাট এলাকায়।
স্থানীয়রা জানান, বাগাট উচ্চ বিদ্যালয়ে জাতির পিতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে মধুখালীতে তার ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলেন আক্কাস আলী। পথে মালেকা চক্ষু হাসপাতালের সামনে অজ্ঞাত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হচ্ছে না। তবে দুর্ঘটনার কারণ ও ওই গাড়িটির অনুসন্ধান চালানো হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ