ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মুজিব জন্মশতবর্ষে আলোয় সেজেছে রাজধানী

ইয়াসির আরাফাত রিপন, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
মুজিব জন্মশতবর্ষে আলোয় সেজেছে রাজধানী

ঢাকা: আজ ১৭ মার্চ। দেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল এক দিন আজ। এ দিন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম। তার নেতৃত্বেই ১৯৭১ সালে পাক বাহিনীকে পরাস্ত করে বিশ্বের মানচিত্রে সৃষ্টি হয় নতুন সার্বভৌম এক দেশ, লাল-সবুজের বাংলাদেশ।

এ মহান ব্যক্তির জন্মশতবর্ষ পূর্ণ হচ্ছে আজ। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তার জন্মশতবর্ষ পালন করা হবে।

এ জন্য এ বছরকে ঘোষণা করা হয়েছে ‘মুজিববর্ষ’।  

মহান এ নেতার জন্মশতবর্ষ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে রাজধানী ঢাকা। গুরুত্বপূর্ণ বিভিন্ন ভবনে করা হয়েছে আলোকসজ্জা। সবখানে ছড়িয়ে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব।  

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ ভবনে লাল, সবুজ, নীল, হলুদ, সাদা, সোনালী আলোকসজ্জা, বিভিন্ন সড়কের মাঝখান ও দু’পাশে ব্যানার ও ফেস্টুন।  

মন মাতানো বাহারি এ সাজসজ্জা নজর কাড়ছে রাজধানীবাসীর। অনেকে দাঁড়িয়ে দেখছেন, কেউ ছবি, সেলফিতে ব্যস্ত হয়ে পড়ছেন। অনেকেই আবার এগুলো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে শেয়ার করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

রাজধানীর পুরাতন বিমানবন্দরের (তেজগাঁও) ভেতরে আলোকসজ্জায় বঙ্গবন্ধু ও বাংলাদেশকে তুলে ধরা হয়েছে। প্রাচীরগুলোতে শোভা পাচ্ছে লাল-সবুজের বাহার।  

মুজিব জন্মশতবর্ষে আলোয় সেজেছে রাজধানী।  ছবি- বাংলানিউজ

জাতীয় সংসদ ভবনের সামনে ও পেছনেও রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা। দেশের মানচিত্র ও পতাকার আদল তুলে ধরা হয়েছে সেখানে। তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধুকে।

কারওয়ান বাজারের গুরুত্বপূর্ণ ভবনগুলোতেও শোভা পাচ্ছে লাল-সবুজের আলোকসজ্জা। এসব দেখে অনেকেই ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়ছেন।

মতিঝিল ব্যাংকপাড়াকেও সাজানো হয়েছে বহুবর্ণিল করে। কেন্দ্রীয় ব্যাংকসহ সব সরকারি ব্যাংক ও গুরুত্বপূর্ণ ভবনগুলোতে আলোকসজ্জা করা হয়েছে। আলোকসজ্জার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে মানচিত্র, জাতীয় পতাকা ও জাতির পিতাকে।  

এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অধিদপ্তর, সচিবালয়, আদালত, বিভিন্ন সংস্থার অফিসসহ হাসপাতালগুলোতে মনোরম আলোকসজ্জা শোভা পাচ্ছে। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে গুরুত্বপূর্ণ সড়কে টাঙানো হয়েছে বিলবোর্ড, বসানো হয়েছে ম্যুরাল।

এদিকে শহরজুড়ে করা বহুবর্ণিল এই সাজসজ্জা উপভোগ করছেন রাজধানীবাসীও।  

মুজিব জন্মশতবর্ষে আলোয় সেজেছে রাজধানী।  ছবি- বাংলানিউজ

নাটোর থেকে কারওয়ান বাজারে এসেছেন সবজিব্যাবসায়ী মনোয়ার হোসেন। জানান, মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে এইসব আলোকসজ্জা মুগ্ধ করেছে তাকে।  

মনোয়ার বলেন, আমার খুবই ভালো লাগছে, মুজিব শতবর্ষের আলোকসজ্জা। এভাবে এতোটা সুন্দরভাবে আগে দেখা হয়নি। তাই স্মৃতি রাখতে বেশ কিছু ছবি তুলে রেখেছি।

মতিঝিল ব্যাংক পাড়ায় অফিস শেষ করে ফুটওভার ব্রিজে দাঁড়িয়ে আলোকসজ্জা এ আলোকসজ্জা দেখছেন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হাবিবুর। বাংলানিউজকে তিনি বলেন, সারাদিনের কর্মব্যস্ততার পর মানুষকে আনন্দ দিতেই যেন করা হয়েছে নজর কাড়া এসব আলোকসজ্জা। খুবই ভালো লাগছে, মন ভরে উঠছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০ 
ইএআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।