ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আতশবাজি দেখতে সংসদের দক্ষিণ প্লাজায় ভিড়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আতশবাজি দেখতে সংসদের দক্ষিণ প্লাজায় ভিড়

ঢাকা: আতশবাজি উপভোগ করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বাড়তে শুরু করেছে জনতার ভিড়। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে লোক সমাগম।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনের এ আয়োজন অনুষ্ঠিত হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। অনুষ্ঠানে আতশবাজি প্রদর্শন হবে এমন তথ্যে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়।

অনেকেই সঠিক দিনক্ষণ না জেনে সোমবার (১৬ মার্চ) রাতেও ভিড় জমান এখানে।  

রাজধানীর মিরপুর থেকে মেয়ে তিশাকে নিয়ে সংসদ ভবন এলাকায় বেড়াতে এসেছেন বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল মালেক। তিনি বলেন, কাজের চাপে ছুটি তো পাই না। তাই আজ মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছি। আবার শুনলাম আজ নাকি এখানে আতশবাজি প্রদর্শন হবে। সেটাও দেখে যাওয়ার ইচ্ছে আছে।  

দক্ষিণ প্লাজায় বেড়াতে এসেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও। শ্যামলী আশা ইউনিভার্সিটির একদল শিক্ষার্থী এসেছেন এখানে। তাদেরই এক সদস্য আশরাফুননেছা হিমি বলেন, মিডটার্ম পরীক্ষা চলছিল। অনেক দিন থেকেই কোথাও বের হতে পারছিলাম না। একটু বন্ধ পেয়ে ভাবলাম বন্ধুরা মিলে বিকেলে একটু বের হই। তাই চলে এলাম।

এদিকে করোনা মোকাবিলায় সতর্কতার অংশ হিসেবে লোক সমাগম এড়িয়ে চলতে নানান আয়োজন সংক্ষিপ্ত এবং সংকোচন করে এনেছে জাতীয় মুজিববর্ষ উদযাপন কমিটি। তারই অংশ হিসেবে সংসদ ভবনের এখানকার আয়োজন সরাসরি সম্প্রচার করার কথা রয়েছে দেশের বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে।  

আয়োজকরা বলছেন, যারা আয়োজন উপভোগ করতে চান তাদের আয়োজনস্থলে স্বশরীরে আসতে হবে না। ঘরে বসেই টিভিতে আয়োজন উপভোগ করা যাবে। তবে এসবের পরেও অনেকেই আসছেন সরাসরি এ আয়োজন উপভোগ করতে।  

সস্ত্রীক বেড়াতে আসা ব্যবসায়ী শাহ মমিন বাংলানিউজকে বলেন, জানি ঝুঁকি আছে তবে আমরা মাস্ক পরেছি। হ্যান্ড স্যানিটাইজার ও পানি নিয়ে এসেছি। একটু পর হাত ধুয়ে নিচ্ছি। ঘরে তো আর বসে থাকা যাবে না। বের হতে হবে। আর শুনেছি, সরকার বিদেশফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে রেখেছে। কাজেই সাহস করে চলে এলাম।  

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এসএইচএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।