মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের সাভার কার্যালয়ে মুজিববর্ষ উদযাপন করা হয়।
সম্প্রতি করনো ভাইরাস বাংলাদেশসহ সারাবিশ্বে ছড়িয়ে পরায় মুজিববর্ষের আয়োজন সংক্ষিপ্ত করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রী নেতা ও ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, বাংলাদেশ গার্মেন্টস ও শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোমাইয়া ইসলাম, যুগ্ম সম্পাদক পারভীর আক্তার, দেলোয়ার হোসেন, মাহবুবুর রহমান, মানিক মিয়া ইলিয়াস, টিপু সুলতান ও মেহদী হাসানসহ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আরএ