ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

আতশবাজি উৎসবের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
আতশবাজি উৎসবের জন্য প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

সোহরাওয়ার্দী উদ্যান থেকে: রাত ঠিক আটটা৷ ১৯২০ সালের এই ক্ষণেই ধরণীতে এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ ঠিক ১০০ বছর পর এই সময়েই শুরু হবে মুজিব জন্মশতবর্ষের আয়োজন৷ যা শুরু হবে বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে৷ যার জন্য এখন প্রস্তুত ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান৷

মঙ্গলবার (১৭ মার্চ) জাতির পিতার জন্মশতবর্ষ বাস্তবায়ন জাতীয় কমিটির আয়োজনে এ আতশবাজি উৎসব অনুষ্ঠিত হবে৷

আতশবাজি উৎসব দেখার জন্য উদ্যানের ভেতরে উৎসুক জনতা ভিড় করছেন৷ তবে নিরাপত্তা বেষ্টনীর কারণে এ সংখ্যা খুবই সীমিত৷ চারপাশ ঘিরে প্রচুর মানুষ রয়েছে।

 আতশবাজি উৎসব কেন্দ্র করে সাজানো হয়েছে সোহরাওয়ার্দী উদ্যান৷ আতশবাজি প্রদর্শন হবে স্বাধীনতা স্তম্ভের সামনে থেকে৷ এখানে উপস্থিত রয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ৷

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
ডিএন/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।