ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

প্যারিসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
প্যারিসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন প্যারিসে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন।

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে প্যারিসের বাংলাদেশ দূতাবাস। 

মঙ্গলবার (১৭ মার্চ) প্যারিস দূতাবাস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ  মুজিবুর  রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন দূতাবাসের সব কর্মকর্তা- কর্মচারীর উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন।

তিনি জাতির পিতার প্রতিকৃতিতে  শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর পবিত্র কোরআন খতম ও অন্যান্য ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। এছাড়া বঙ্গবন্ধু ও তার পরিবারের  সদস্যের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত ও বিশেষ প্রার্থনা করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রী  প্রদত্ত বাণী পাঠ করা হয়।

বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালবাসা ও কৃতজ্ঞতা  প্রকাশ করে রাষ্ট্রদূত ইমতিয়াজ বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ ও তার কর্মময় সংগ্রামী জীবনের ওপর আলোচনা করেন।

তিনি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীকে কেন্দ্র করে বাংলাদেশে ও দূতাবাস কর্তৃক গৃহীত এবং গ্রহীতব্য বিভিন্ন পদক্ষেপ ও আয়োজনের কথা উল্লেখ করে বলেন, পুরো বিশ্বের পাশাপাশি ফ্রান্স ও  এখন করোনা ভাইরাস মোকাবিলায় এক কঠিন সময় অতিবাহিত করছে। এ সংকটকালে জনসমাগমের ওপর বিধিনিষেধ এবং প্রবাসীদের সুরক্ষার স্বার্থে দূতাবাস সব অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ সংকট থেকেও উত্তরণ ঘটবে। প্রবাসীদের সঙ্গে নিয়ে প্যারিসে ও ইউনেস্কো সদর দপ্তরে বিভিন্ন আয়োজনে মুজিববর্ষ যথাযথ আড়ম্বরে পালন করতে দূতাবাস সক্ষম হবে।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠায়, জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ গঠনে দৃপ্ত পদক্ষেপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।  

তিনি বলেন, শিশুকিশোররা ভবিষ্যতে দেশের নেতৃত্ব দেবে ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য তাদেরও ভবিষ্যতে কাজ করতে হবে।

উল্লেখ্য, স্বাগতিক দেশের নির্দেশনা অনুযায়ী, দূতাবাসের পূর্ব নির্ধারিত সেমিনার ও শিশু কিশোর উৎসব স্থগিত করে ঘরোয়া আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে জাপানের চলচ্চিত্র পরিচালক নাগিসা ওশিমা পরিচালিত প্রামাণ্যচিত্র ‘রহমান: ফাদার অব বাংলা’ প্রদর্শিত হয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
টিআর/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।