ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় বিদেশফেরত ১১০৭ জন হোম কোয়ারেন্টিনে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
খুলনায় বিদেশফেরত ১১০৭ জন হোম কোয়ারেন্টিনে

খুলনা: করোনা ভাইরাস প্রতিরোধে খুলনায় রোববার (২২ মার্চ) পর্যন্ত বিদেশফেরত ১১০৭ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়াও ১৭ জনকে কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হওয়ায় ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) সকাল ১০টায় খুলনা সিভিল সার্জনের দপ্তর ও খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) স্পেশাল শাখা থেকে এ তথ্য জানা গেছে।

কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তারা সম্প্রতি ভারত, সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি, কোরিয়াসহ বিভিন্ন দেশ থেকে ফিরেছেন।

হোম কোয়ারেন্টিনে থাকা প্রবাসীদের মধ্যে রয়েছেন খুলনার দাকোপ উপজেলার ৬১ জন, বটিয়াঘাটার ১৬ জন, রূপসার ৭৮ জন, তেরখাদার ১৪ জন, দিঘলিয়ার ১২ জন, ফুলতলার ২২ জন, ডুমুরিয়ার ৪ জন, পাইকগাছার ৭১ জন, কয়রার ৯৫ জন, খুলনা মহানগরীতে ৭৩৪ জন। ছাড়পত্র পেয়েছেন তেরখাদার ৩ জন, দাকোপের ৬ জন, রূপসার ৪ জন ও পাইকগাছার ৪ জন।

অভিযোগ রয়েছে, খুলনার বিভিন্ন স্থানে বিদেশফেরত প্রবাসীরা সরকারের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ মানছেন না। বিশেষ করে ভারত থেকে সম্প্রতি সময়ে যারা এসেছেন।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস সংক্রমণ এড়াতে বিদেশফেরত ব্যক্তিদের ১৪ দিন হোম কোয়ারেন্টিন বাধ্যতামূলক করেছে সরকার।  যারা মানছেন না তাদের আইনের আওতায় আনা হচ্ছে। চিকিৎসক দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, খুলনায় যারা বিদেশ থেকে এসেছেন তারা করোনা ভাইরাসে আক্রান্ত নন।
 
বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআরএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।