ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

পরিকল্পনা মন্ত্রণালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
পরিকল্পনা মন্ত্রণালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ

ঢাকা: করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে রক্ষায় পরিকল্পনা মন্ত্রনালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, মন্ত্রণালয়ের দু’টি গেটের মধ্যে একটি বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যটি দিয়ে শুধুমাত্র কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

দর্শনার্থীদের প্রবেশ একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মকর্তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হচ্ছে।

গেটে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা বলেন, রোববার (২২ মার্চ) থেকে পরিকল্পনা কমিশন চত্বরে সব দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তা কার্যকর থাকবে। এরই মধ্যে একটি গেট বন্ধ করা দেওয়া হয়েছে।
শরীরের তাপমাত্র পরিমাপ করা হচ্ছে, ছবি: বাংলানিউজদেখা যায়, প্রবেশ গেটে নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের (কোভিপ-১৯) কারণে পরিকল্পনা মন্ত্রণালয় চত্বরে সাক্ষাতপ্রার্থী অথবা দর্শনার্থীদের প্রবেশ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

মন্ত্রণালয়ের প্রতিটা বিভাগের প্রবেশদ্বারেই নেওয়া হচ্ছে চিঠি, কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগ, কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ, ভৌত অবকাঠামো বিভাগ, শিল্প ও শক্তি বিভাগ, আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগ, সাধারণ অর্থনীতি বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও অর্থমন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। পরিকল্পনা মন্ত্রণালয়ে মন্ত্রীর দফতরে প্রবেশের সময় হাতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার পাশাপাশি কর্মকর্তাদের শরীরের তাপমাত্র মাপা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এমআইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।