রোববার (২২ মার্চ) লাঞ্চের বিরতির সময় ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে ওই রাস্তা অবরোধ করে রাখেন তারা।
ওই পোশাক কারখানার শ্রমিক মিন্টু ও রাশেদা বাংলানিউজকে বলেন, আমরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছি না। কারখানার অফিসাররা বলছেন আজ হবে কাল হবে এই বলে বলে পাঁচ মাস অতিক্রম হয়ে গেছে। এখনো আমাদের বেতন দেওয়া হচ্ছে না। তাই আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, রাস্তায় পোশাক কারাখানার শ্রমিকরা অবস্থান নিয়েছেন। এই খবরের কারণে আমরা ঘটনাস্থলে আছি। তাদের সঙ্গে কথাও বলছি।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এজেডএস/এএটি