ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

মালিবাগে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
মালিবাগে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ। ছবি: বাংলানিউজ

ঢাকা: বকেয়া ৫ মাসের বেতনের দাবিতে রাজধানীর রামপুরা ডিআইটি রোড মালিবাগ পদ্মা সিনেমা হল সংলগ্ন সড়ক অবরোধ করে রেখেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

রোববার (২২ মার্চ) লাঞ্চের বিরতির সময় ড্রাগন সোয়েটার বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা রাস্তায় নেমে আসেন। পরে ওই রাস্তা অবরোধ করে রাখেন তারা।

এ সময় ওই সড়কের এক পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।

ওই পোশাক কারখানার শ্রমিক মিন্টু ও রাশেদা বাংলানিউজকে বলেন, আমরা পাঁচ মাস ধরে বেতন পাচ্ছি না। কারখানার অফিসাররা বলছেন আজ হবে কাল হবে এই বলে বলে পাঁচ মাস অতিক্রম হয়ে গেছে। এখনো আমাদের বেতন দেওয়া হচ্ছে না। তাই আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, রাস্তায় পোশাক কারাখানার শ্রমিকরা অবস্থান নিয়েছেন। এই খবরের কারণে আমরা ঘটনাস্থলে আছি। তাদের সঙ্গে কথাও বলছি।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।