ঢাকা: গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচনের একদিন পরই গাইবান্ধার সাদুল্লাপুর ‘লকডাউন’ করার সিদ্ধান্ত উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সিদ্ধান্ত জানিয়ে জেলা প্রশাসকের কাছে চিঠিও দেন। কিন্তু পরবর্তী সময়ে জেলা প্রশাসক জানান এমন একটি চিঠি এলেও আমি গ্রহণ করিনি। এদিকে একটি বিয়েতে দুজন বিদেশফেরত করোনা রোগীর উপস্থিতির পর লকডাউন চাচ্ছিলেন এলাকাবাসী। বিষয়টি নিয়ে প্রশাসন জল ঘোলা করায় এখন ধোঁয়াশায় উপজেলাবাসী।
এর আগে রোববার (২২ মার্চ) এ সংক্রান্ত একটি চিঠি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নবী নেওয়াজ জেলা প্রশাসক আবদুল মতিনের কাছে পাঠান।
ওই চিঠিতে ইউএনও উল্লেখ করেন, সাদুল্লাপুর ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের হবিবুল্লাপুর গ্রামের বাসিন্দা কালজ মণ্ডলের বিয়েতে দুইজন আমেরিকা প্রবাসী অংশ নেন।
তারা দু’জনেই করোনা ভাইরাসে আক্রান্ত। ওই বিয়েতে প্রায় ৪-৫শ লোক উপস্থিত ছিলেন। এরপর শনিবার (২১ মার্চ) গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে দ্রুত ভাইরাসটি ছড়াতে পরে এমন শঙ্কায় এ উপজেলা লকডাউন করার সিন্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক আবদুল মতিন বাংলানিউজকে বলেন, ‘কোনো ‘লকডাউন’ না। চিঠিটি ভুলভাবে ছড়িয়েছে। এখানে তো কিছু হয়নি। ‘লকডাউন’ কেন হবে? কোনো রোগীই তো শনাক্ত হয়নি। ‘লকডাউন’ আমরা কেনো করতে যাবো? বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে। ইউএনও তার চিঠি ফিরিয়ে নিয়েছেন। ’
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।