ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে কারখানার গ্যাসে মৃত্যু ১, অসুস্থ আরও ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
রাজধানীতে কারখানার গ্যাসে মৃত্যু ১, অসুস্থ আরও ২ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী দনিয়ায় একটি কারখানার গ্যাসে অসুস্থ হয়ে বালু মিয়া (৬০) নামে কারখানার এক নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। এছাড়াও আরও অসুস্থ হয়ে পড়েছে তার নাতনি সুমাইয়া আক্তার (৪) ও পাশের ওয়ার্কশপ কর্মচারী জিলান তালুকদার (৩৫)।

রোববার (২২ মার্চ) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাদের হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক মো. ফারুক জানান, দনিয়া কলেজের পাশে একটি বাড়িতে লাইট তৈরির কারখানা রয়েছে ওই বাড়ির মালিকের। ওই কারখানারই নিরাপত্তারক্ষী বালু মিয়া। তিনি ওই ভবনেই থাকতেন। দুপুরে তার নাতনি তার কাছে আসে। ওই সময় তিনি নাতনিকেসহ কারখানার ভেতর কেমিক্যাল নিয়ে কাজ করছিলেন। কেমিক্যালের প্যাকেট থেকে গ্যাসে দাদা ও নাতনী অসুস্থ হয়ে পড়েন। পরে পাশের ওয়ার্কশপের কর্মচারী জিলানসহ অন্যরা তাদের বের করে আনতে গেলে জিলান কিছুটা অসুস্থ হয়ে পড়েন।

পরে তাদের তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টায় বালু মিয়াকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেকটর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এজেডএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।