রোববার (২২ মার্চ) বেলা ১টার দিকে এই ঘটনা ঘটে। অসুস্থ দু’জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাদের হাসপাতালে নিয়ে আসা ভ্যানচালক মো. ফারুক জানান, দনিয়া কলেজের পাশে একটি বাড়িতে লাইট তৈরির কারখানা রয়েছে ওই বাড়ির মালিকের। ওই কারখানারই নিরাপত্তারক্ষী বালু মিয়া। তিনি ওই ভবনেই থাকতেন। দুপুরে তার নাতনি তার কাছে আসে। ওই সময় তিনি নাতনিকেসহ কারখানার ভেতর কেমিক্যাল নিয়ে কাজ করছিলেন। কেমিক্যালের প্যাকেট থেকে গ্যাসে দাদা ও নাতনী অসুস্থ হয়ে পড়েন। পরে পাশের ওয়ার্কশপের কর্মচারী জিলানসহ অন্যরা তাদের বের করে আনতে গেলে জিলান কিছুটা অসুস্থ হয়ে পড়েন।
পরে তাদের তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা ২টায় বালু মিয়াকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক (ইন্সপেকটর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এজেডএস/এবি