রোববার (২১ মার্চ) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ২৪ ঘণ্টায় আরও ৬৯ জনসহ মোট ২০১ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদের মধ্যে সদরে ২২, বেলকুচিতে ৩১, উল্লাপাড়ায় ৪০, শাহজাদপুরে ৫১, রায়গঞ্জে ১০, কাজিপুরে ২২, তাড়াশে ৫ ও কামারখন্দে ২০ জন।
সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলাম জানান, হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের নিয়মিত খোঁজ-খবর রাখছে স্বাস্থ্য বিভাগ। ১৪ দিন পর্যন্ত কোনো লক্ষণ ছাড়াই এদের কোয়ারেন্টিনে থাকতে হবে। কেউ নির্দেশনা না মানলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, জেলা সদরসহ নয়টি উপজেলায় মোট ৬৫টি আইসোলেশন বেড স্থাপন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
আরএ