রোববার (২২ মার্চ) দুপুর থেকেই চলছিল দোয়া মাহফিল বিরাট খাবারের আয়োজন। খবর পেয়ে মুজিবনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উসমান গণি সেখানে হানা দিয়ে করোনা ভোজের আয়োজক মৃত মুজিবর রহমানের স্ত্রী আহেলা খাতুন ও তার ছেলে আহের আলীকে দুই হাজার টাকা জরিমানা করেন।
এদিকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে মহাজনপুর ও মোনাখালী ইউনিয়নের বিভিন্ন দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে চালের দাম বেশি নেওয়া ও মূল্য তালিকা না রাখায় মহাজনপুর তাপস স্টোর মালিক তাপসকে চার হাজার টাকা, মোনাখালী ইউনিয়নের গোপালনগর গ্রামের সাকিব স্টোরে মালিক মইরুদ্দীন হোসেনকে দুই হাজার টাকা ও নজরুল ইসলাম স্টোরে মালিক সেন্টু হোসেনকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও উপজেলার বিভিন্ন স্থানের চায়ের দোকানে থাকা টেলিভিশন, ক্যারমাবোর্ড সরিয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি জানান, অভিযান চলমান থাকবে। যদি কোনো ব্যবসায়ী করোনা ভাইরাসের সুযোগে অসৎ পন্থায় লাভবান হওয়ার উদ্দেশে দ্রব্যের কৃত্রিম সংকট তৈরি বা দ্রব্যমূল্য বৃদ্ধি করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
এনটি