সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, বর্তমানে ৪৭ ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছে।
উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ পর্যন্ত বিদেশফেরৎ ৭১ জন নারী ও পুরুষকে হোম কোয়ারেন্টিনে রেখে পর্যবেক্ষণ করা হয়েছে। এরমধ্যে রোববার বিকেল পর্যন্ত ২৪ জনের শরীরে কোনো করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায়নি। তাই তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে ফেরা প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
কেইউএ/ওএইচ/