ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় হোম কোয়ারেন্টিনে থাকা ২৪ জনকে ছাড়পত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
বগুড়ায় হোম কোয়ারেন্টিনে থাকা ২৪ জনকে ছাড়পত্র

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় করোনা ভাইরাস সন্দেহে হোম কোয়ারেন্টিনে থাকা বিদেশফেরৎ ৭১ জনের মধ্যে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হচ্ছে। করোনা ভাইরাসের লক্ষণ না থাকায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।

সোমবার (২২ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শহীদুল্লাহ দেওয়ান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, বর্তমানে ৪৭ ব্যক্তি হোম কোয়ারেন্টিনে রয়েছে।

এরমধ্যে নিয়ম না মানায় ইতালিফেরৎ উথরাইল গ্রামের হেলাল উদ্দিনকে পুলিশ হেফাজতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বাংলাদেশ সরকারের নির্দেশমতে আদমদিঘীতে বিদেশফেরৎ প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ পর্যন্ত বিদেশফেরৎ ৭১ জন নারী ও পুরুষকে হোম কোয়ারেন্টিনে রেখে পর্যবেক্ষণ করা হয়েছে। এরমধ্যে রোববার বিকেল পর্যন্ত ২৪ জনের শরীরে কোনো করোনা ভাইরাসের লক্ষণ দেখা যায়নি। তাই তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি দেশে ফেরা প্রবাসীদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২২, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।