ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে করোনার ‘উপসর্গ’ নিয়ে মারা গেলেন বৃদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
বকশীগঞ্জে করোনার ‘উপসর্গ’ নিয়ে মারা গেলেন বৃদ্ধা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসের ‘উপসর্গ’ নিয়ে মারা গেছেন এক বৃদ্ধা (৬০)। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার কুশলনগর গ্রামে মারা যান তিনি। এর আগে গত রোববার (২২ মার্চ) করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে বাড়ি ফেরেন তিনি।

 

স্থানীয়দের দাবি, ওই নারী গৃহকর্মী ছিলেন। ঢাকায় এক ইতালি প্রবাসীর বাড়িতে কাজ করতেন তিনি। সেখানে জ্বরে আক্রান্ত হলে তাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

এদিকে মৃত নারীর ছেলে আব্দুল মান্নান জানান, তিনি গৃহকর্মী ছিলেন না, তিনি ঢাকার উত্তরায় তার ছেলের বাসায় থাকতেন। দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বেশি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকরা তাকে বাড়িতে রেখে চিকিৎসার পরামর্শ দেন। মঙ্গলবার সকালে মারা যায় তিনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ স ম জামশেদ খোন্দকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রতাপ নন্দী ও বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

তবে বৃদ্ধার মৃত্যুর ব্যাপারে কোনো কথা বলতে রাজি হয়নি উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে বৃদ্ধার মৃত্যুতে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ওই নারীর বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থান করছেন সবাই।  

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।