ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: চুয়াডাঙ্গার জীবননগরে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনা: চুয়াডাঙ্গার জীবননগরে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ

চুয়াডাঙ্গা: করোনা ভাইরাসের সংক্রমণরোধে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে মাইকিং করে এ নির্দেশনা দেন স্থানীয় প্রশাসন।

নির্দেশনার পর থেকেই ক্লিনিক, ফার্মেসী, কাঁচাবাজার ও মুদি দোকান বাদে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।

জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, তাৎক্ষণিক সিদ্ধান্তে মঙ্গলবার সকাল থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে মাইকিং করা হয়।  

যদি কোন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এ আদেশ অমান্য করেন তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়:  ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।