ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও ফাইল আসেনি: মন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এখনও ফাইল আসেনি: মন্ত্রী

ঢাকা: কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে এখনও কোনো ফাইল মন্ত্রণালয়ে এসে পৌঁছায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে বাংলানিউজকে তিনি এ কথা জানান।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমার কাছে এখনও ফাইল আসেনি।

ফাইল আসলে আমি কথা বলবো।

এর আগে বিকেল চারটার দিকে রাজধানীর গুলশানে আইনমন্ত্রী আনিসুল হক জানান, বয়সের কথা বিবেচনায় নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ছয়মাসের জন্য মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০ 
এমআইএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।