ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

ডিআরইউ বন্ধ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
ডিআরইউ বন্ধ ঘোষণা ডিআরইউ লোগো

ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সদস্যদের সুরক্ষা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে বন্ধ ঘোষণা করা হয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

২৬ মার্চ (বৃহস্পতিবার) থেকে ৪ এপ্রিল (শনিবার) পর্যন্ত ১০ দিন বন্ধ থাকবে ডিআরইউর ক্যান্টিন, মিডিয়া সেন্টার, গেমস রুম ও বাগানের সব সেবা কার্যক্রম।

মঙ্গলবার (২৪ মার্চ) ডিআরইউ সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ বিষয়ে রফিকুল ইসলাম আজাদ বাংলানিউজকে বলেন, আমরা সেবা কার্যক্রম বন্ধ করলেও চলমান অ্যাম্বুলেন্স ও স্বাস্থ্য সেবা কার্যক্রম অব্যাহত থাকবে। সে সঙ্গে স্বল্প পরিসরে ডিআরইউয়ের অফিস (দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত) খোলা থাকবে।

তিনি বলেন, নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে এ সময়ের মধ্যে ডিআরইউয়ের সব সদস্য, কর্মচারী ও কর্মকর্তাকে ডিআরইউ চত্বরে আসা থেকে বিরত থাকতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
ডিএন/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।