মঙ্গলবার (২৪ মার্চ) সংস্থার সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন জানান, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সিদ্ধান্তের আলোকে গণশুনানির পরবর্তী তারিখ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার।
বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত চারজনের মৃত্যু এবং ৩৯ জন আক্রান্ত বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমআইএইচ/ওএইচ/