ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

করোনা: বিটিআরসির গণশুনানি স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনা: বিটিআরসির গণশুনানি স্থগিত

ঢাকা: করোনা ভাইরাস সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত এবং স্থানীয় পর্যায়ে করোনার সংক্রমণরোধে আগামী ৩০ মার্চ পূর্বঘোষিত গণশুনানি স্থগিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৪ মার্চ) সংস্থার সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন জানান, পরিবর্তিত পরিস্থিতিতে নতুন সিদ্ধান্তের আলোকে গণশুনানির পরবর্তী তারিখ সংশ্লিষ্ট সবাইকে জানিয়ে দেওয়া হবে।

করোনা পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে ২৬ মার্চ হতে ৪ এপ্রিল পর্যন্ত সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করেছে সরকার।

এছাড়া সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠানে ৯ এপ্রিল পর্যন্ত এ ছুটি বাড়ানো হয়।

বাংলাদেশে মঙ্গলবার পর্যন্ত চারজনের মৃত্যু এবং ৩৯ জন আক্রান্ত বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।