মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের শেখগছ এলাকায় এ ঘটনা ঘটে।
সোহান পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত এলাকার জিয়াউর রহমানের ছেলে।
পরিবারিক সূত্রে জানা যায়, মায়ের সাথে সোহান কয়েকদিন আগে তার নানার বাড়ি উপজেলার দেবনগর ইউনিয়নের শেখগছ এলাকায় বেড়াতে যায়। মঙ্গলবার দুপুরে খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। এ সময় নানার বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘন্টা, মার্চ ২৪, ২০২০
এমআরএ