ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পুকুরের পানিতে ডুবে সোহান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার দেবনগর ইউনিয়নের শেখগছ এলাকায় এ ঘটনা ঘটে।  

সোহান পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের বিরাজোত এলাকার জিয়াউর রহমানের ছেলে।

পরিবারিক সূত্রে জানা যায়, মায়ের সাথে সোহান কয়েকদিন আগে তার নানার বাড়ি উপজেলার দেবনগর ইউনিয়নের শেখগছ এলাকায় বেড়াতে যায়। মঙ্গলবার দুপুরে খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। এ সময় নানার বাড়ির লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়:  ১৭৪৮ ঘন্টা, মার্চ ২৪, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।