ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসককে ঢাকায় প্রেরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আখাউড়ায় করোনা আক্রান্ত সন্দেহে চিকিৎসককে ঢাকায় প্রেরণ

ব্রাহ্মণবাড়িয়া: গত দুই দিন ধরে জ্বর, কাশি ও গলায় ব্যথা অনুভব করার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চিকিৎসাসেবা দেওয়া ডা. শাহনাজ রশিদকে ঢাকায় পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) একটি প্রাইভেট গাড়ি ভাড়া করে তাকে ঢাকায় পাঠানো হয়।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান জানান, ওই চিকিৎসক স্থলবন্দর ও হাসপাতালের ইমার্জেন্সিতে দায়িত্ব পালন করেন।

অসুস্থবোধ করা সকালে তাকে ঢাকায় পাঠানো হয়।  

ডা. শাহনাজ রশিদ জানান, তিনি ঢাকায় পৌঁছে নিজের বাসায় আছেন। সামান্য গলা ব্যথা অনুভব করছেন তিনি। আগামীকাল বুধবার আইইডিসিআরে যোগাযোগ করে করোনা সংক্রান্ত পরীক্ষা করবেন।

জানা গেছে, অসুস্থবোধ করা চিকিৎসক শাহনাজ রশিদ আখাউড়া স্থলবন্দরে বেশ কয়েকদিন দায়িত্ব পালন করেন। তবে নিজেদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ছাড়া কোনো সামগ্রী ছিলো না সেখানে।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।