ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

জীবাণুনাশক স্প্রে করে খাগড়াছড়িতে ঢুকছে যানবাহন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
জীবাণুনাশক স্প্রে করে খাগড়াছড়িতে ঢুকছে যানবাহন খাগড়াছড়িতে যানবাহনে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে খাগড়াছড়িতে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকে শহরের জিরোমাইল এলাকায় এই কার্যক্রম চালান স্থানীয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। এসময় তারা লিফলেট বিতরণ করে সচেতনতামূলক প্রচারণা চালান।

সকালে কার্যক্রমটির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। এসময় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদের সদস্য জুয়েল চাকমাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ২৪ মার্চ, ২০২০
এডি/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।