ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

কোয়ারেন্টিন না মানায় ২ জনকে জরিমানা, বসতঘরে লাল নিশান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
কোয়ারেন্টিন না মানায় ২ জনকে জরিমানা, বসতঘরে লাল নিশান হোম কোয়ারিন্টিনে না থাকায় বসতঘরে লাল নিশান টাঙিয়ে দিচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে হোম কোয়ারিন্টিনে না গিয়ে প্রকাশ্যে ঘোরাফেরা করায় ২ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে একজনের বসতঘরে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বরিশালের গৌরনদী উপজেলার বড় কসবা গ্রামের বাসিন্দা রুহুল আমীন সরদারকে (২৫) তিন হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের ভ্রাম্যমাণ আদালত।

জ্বর ও সর্দি-কাশি নিয়ে ঢাকা থেকে আসার পর কোয়ারিন্টিনে না থেকে বাইরে ঘোরাফেরা করার কারণে তাকে জরিমানা করা হয়েছে।

একইসঙ্গে তার বসত ঘরে লাল নিশান উড়িয়ে দেওয়া হয়।

অপরদিকে বানারীপাড়া উপজেলায় ভারত থেকে এসে হোম কোয়ারেন্টিনে না থাকায় তাপস ভৌমিক নামের অপর এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় বানারীপাড়া বন্দর বাজারে তাপস ভৌমিককে ঘুরতে দেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদের ভ্রাম্যমাণ আদালত তাকে এ জরিমানা করেন।  

পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বন্দর বাজারের কাপড় ব্যবসায়ী তাপস ভৌমিক ভারতে মায়ের চিকিৎসা করিয়ে তাকে নিয়ে কয়েক দিন আগে দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে না থেকে প্রকাশ্যে ঘোরাফেরা করছিলেন। তার ঘোরাফেরার কারণে স্থানীয়দের মধ্যে করোনা ভাইরাস আতঙ্ক সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।