এদিকে হোম কোয়ারেন্টিন শেষ হয়েছে ৭৯ জন প্রবাসীর। এদের মধ্যে গাংনী উপজেলায় ৬৫ জন, সদর উপজেলায় ৪ জন ও মুজিবনগর উপজেলায় ১০ জন।
মেহেরপুর সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, প্রবাসফেরত এসব ব্যক্তিরা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টিনে ছিলেন। তাদের ১৪ দিন শেষ হওয়ায় তারা স্বাভাবিক জীবনযাপন শুরু করেছেন।
এদিকে জেলায় নতুন করে আরও ১২৫ জনকে হোম কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এ নিয়ে জেলাতে মোট কোয়ারেন্টিনে রাখা হলো ৩০৪ জনক।
তবে মেহেরপুর জেলায় বিভিন্ন দেশ থেকে ১৪৪৭ জন প্রবাসী ফিরে এসেছেন। অথচ এখন পর্যন্ত হোম কোয়ারেন্টিনে রয়েছেন মাত্র ৩০৪ জন।
এদিকে প্রবাস ফেরতদের হোম কোয়ারেন্টাইনে থাকা নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান জানান, এ উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে প্রবাসফেরতদের বাড়ি বাড়ি ঘুরে তাদের সচেতন করা হয়েছে। এছাড়া নিজ নিজ বাড়িতে অবস্থান করারও নির্দেশ দেওয়া হয়েছে।
মুজিবনগরের ইউএনও উসমান গনি বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস যাতে এ উপজেলাতে আক্রান্ত করতে না পারে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি বাংলানিউজকে জানান, করোনা ভাইরাস মোকাবিলায় জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ও আইসোলেশনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে জনগণকে আরও সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন তিনি।
বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
আরএ