ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

করোনা ভাইরাসের ফলে রেমিট্যান্স বাধাগ্রস্ত হতে পারে: মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
করোনা ভাইরাসের ফলে রেমিট্যান্স বাধাগ্রস্ত হতে পারে: মোমেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, করোনা ভাইরাসের ফলে রেমিট্যান্স বাধাগ্রস্ত হতে পারে। এছাড়া পণ্য রফতানিতে আমেরিকা ও ইউরোপে বাধা এসেছে।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিজিএমইএ'র তথ্য মতে দুই বিলিয়ন ডলার রপ্তানি থেমে গেছে।

কয়েক লাখ শ্রমিক বেকার হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া করোনা ভাইরাসের ফলে রেমিট্যান্স বাধাগ্রস্ত হতে পারে। এসব বিবেচনায় বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, জি ৭৭ কে অবহিত করেছে যাতে, পরিত্রাণ পাওয়া যায়।

ড. মোমেন বলেন, চীন সরকার আমাদের কিট ও মেডিক্যাল ইকুইপমেন্ট দিচ্ছে। সেটা ২৬ মার্চ আসবে। আরও ১৫ হাজার মাস্কও দেবে চীন। এছাড়া ব্যবসায়ীরা কাল চীন থেকে মেডিক্যাল ইকুইপমেন্ট আনছেন।

তিনি জানান, বাংলাদেশ থেকে মেডিক্যাল ইকুইপমেন্ট নেওয়ার জন্য অনেক দেশ আমাদের অনুরোধ করেছে। এমনকি যুক্তরাষ্ট্রও করেছে। তবে এখন থেকে মেডিক্যাল ইক্যুপমেন্ট রপ্তানীর সিদ্ধান্ত দেবে বাণিজ্য মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০২০
টিআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।