ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

খালেদার মুক্তি: হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
খালেদার মুক্তি: হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধ

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের না যাওয়ার অনুরোধ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৫ মার্চ) তিনি এ আহ্বান জানান। রিজভী আহমেদ বলেন, বিএনপি’র পক্ষ থেকে নেতাকর্মীদের বলা হচ্ছে- তারা যেন বিএসএমএমইউ (পিজি) হাসপাতালের সামনে ও গেটের ভেতরে জমায়েত না হন।

এই জমায়েতের কারণে চলমান করোনা ভাইরাস মহামারির ভয়াবহ বিপর্যয়ের সময়ে খালেদা জিয়াসহ হাসপাতাল সংশ্লিষ্টরা এবং জমায়েত হওয়া দলীয় নেতাকর্মীরা উচ্চ ঝুঁকিতে পড়তে পারেন। তাই সব নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে খালেদা জিয়ার আরোগ্য কামনা এবং করোনা ভাইরাসের মরণছোবল থেকে দেশবাসীসহ বিশ্ববাসীকে রক্ষা করতে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

খালেদা জিয়ার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে ছয়মাসের জন্য তাকে মুক্তি দেওয়ার সরকারি সিদ্ধান্তের পর দলের পক্ষ থেকে এ আহবান জানানো হয়েছে।

বুধবার খালেদা জিয়া মুক্তি পেতে পারেন বলে দলের একাধিক নেতা বাংলানিউজকে জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এমএইচ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।