জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে নমুনা সংগ্রহ করার পর তা পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ পাওয়া গেছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ভৈরব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ইতালিফেরত ওই মৃত ব্যক্তির ছাড়াও তার স্ত্রী, পুত্রবধূ ও ভাইয়ের স্ত্রীর নমুনা সংগ্রহ করে নিয়ে যায় জাতীয় রোগতত্ত্ব নিয়ন্ত্রণ ও গবেষণা কেন্দ্রের লোকজন। এই তিনজনেরও কোভিড-১৯ নেগেটিভ পাওয়া গেছে।
এর আগে, করোনা সন্দেহে মৃত রোগীর সংস্পর্শে আসার কারণে ভৈরব শহরের লক্ষ্মীপুর এলাকার আবেদীন হাসপাতাল ও কমলপুর এলাকার ডক্টরস চেম্বার নামে পরিচিত বেসরকারি সাঈদ ইউসুফ মেমোরিয়াল হাসপাতালকে সাময়িকভাবে বন্ধ করার নোটিশ দেওয়া হয়। এছাড়াও সান্নিধ্যে থাকায় এ দুটি হাসপাতালসহ ইতালিফেরত মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি বিশেষ নজরদারিতে রাখা হয়।
এদিকে, মৃত ব্যক্তির করোনা ভাইরাস নেগেটিভ আসায় এই দুইটি প্রাইভেট হাসপাতালকে তাদের পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই মৃত ব্যক্তির বাড়িসহ আশপাশের ১০টি বাড়ি বিশেষ নজরদারিতে রাখা হয়েছিলো তাও স্বাভাবিক অবস্থায় ফিরে গেছে।
ভৈরবের জগন্নাথপুর এলাকার ওই ব্যক্তি গত ২৮ ফেব্রুয়ারি ইতালি থেকে বাড়িতে আসেন। বাড়িতে তিনি ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হলে ২২ মার্চ রাত ১০টার দিকে পরিবারের লোকজন তাকে আবেদীন হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ডক্টরস চেম্বারে স্থানান্তর করা হয়। ডক্টরস চেম্বারে নেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
আরএ