ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ভারত থেকে আসা পরিবার হোম কোয়ারেন্টিনে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
হবিগঞ্জে ভারত থেকে আসা পরিবার হোম কোয়ারেন্টিনে

হবিগঞ্জ: ভারত থেকে ফিরে আসা হবিগঞ্জ শহরের এক প্রবীণ আইনজীবী এবং তার স্ত্রী ও ছেলেকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাখাওয়াত হোসেন রুবেল।  

তিনি জানান, ওই পরিবারটি মঙ্গলবার রাতে ভারত থেকে ফিরে এসেছেন খবর পেয়ে হবিগঞ্জ পৌরসভার মেয়রের মাধ্যমে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরকে পাঠানো হয়।

কাউন্সিলর সরকারি নির্দেশনা মোতাবেক তাদের হোম কোয়ারেন্টিনে থাকার কথা বলেছেন।
 
৭৫ বছর বয়সী প্রবীণ আইনজীবী প্রায় দুই মাস আগে স্ত্রী ও ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। কিন্তু করোনা ভাইরাস ইস্যুতে ভারতে ১৪ এপ্রিল পর্যন্ত লক ডাউন জারি হওয়ায় তারা ফিরে আসেন।
 
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।