ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

করোনার প্রকোপের মধ্যেই বিয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
করোনার প্রকোপের মধ্যেই বিয়ে ছবি: প্রতীকী

খুলনা: কথা পাকাপাকি। দিনক্ষণও চূড়ান্ত। বর-কনের কেনাকাটা শেষ। এখন শুধু বিয়ের মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।

বুধবার (২৫ মার্চ) বিকেলে বিয়ে করতে যাচ্ছেন খুলনার রূপসা উপজেলার নিকলাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে সাইফুল ইসলাম। বরযাত্রীসহ বিয়ে করতে যাচ্ছেন খুলনার খালিশপুরে।

মেয়েপক্ষ বরের অপেক্ষায় রয়েছেন। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বর-কনে পক্ষের এমন আয়োজন মেনে নিতে পারছেন না স্বজনরা অনেকেই। তারপরও আগেই যেহেতু পারিবারিক সিদ্ধান্ত নেওয়া তাই কেউ প্রতিবাদ করছেন না।

সাইফুলের স্বজন সোমা বলেন, মাইক্রোবাস ঠিক করা হয়ে গেছে। বিকেলে সাইফুল বরযাত্রী নিয়ে বিয়ে করতে যাবে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বাংলানিউজকে বলেন, বিয়ে করতে যাবে কিন্তু মানুষের জমায়াত যেন না হয়। তারপরও আপনি ছেলের ঠিকানা মেসেজ দেন আমি দেখছি।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২০
এমআরএম/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।