ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে রাষ্ট্রপতির ৭৮তম জন্মদিন উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২১
কিশোরগঞ্জে রাষ্ট্রপতির ৭৮তম জন্মদিন উদযাপন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ৭৮তম জন্মদিন উদযাপন করা হয়েছে।
 
শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন মুক্তমঞ্চে  ৭৮ পাউন্ড কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জন্মদিন উদযাপন পরিষদের আহ্বায়ক কিশোরগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শাহ আজিজুল হক।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জিল্লুর রহমান, পুলিশ সুপার (এসপি) মাশরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সুত্র ধর, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, রাষ্ট্রপতির ছেলে রাসেল আহমেদ তুহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চিত্রনায়ক সাইমন সাদিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।