ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নওগাঁয় ফেনসিডিল ও অস্ত্রসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
নওগাঁয় ফেনসিডিল ও অস্ত্রসহ আটক ৪

নওগাঁ: নওগাঁর পত্নীতলা এবং ধামইরগাট উপজেলায় অভিযান চালিয়ে ফেনসিডিল ও দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শনিবার (২ জানুয়ারি) দুপুরে ডিবি অফিসের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া।

 

আটকরা হলেন- আবু সাঈদ (২০), আনোয়ার হোসেন (২৫), নাছির উদ্দিন (৩৫) এবং মঞ্জিল হোসেন (৩০)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পত্নীতলা এবং ধামইরহাটে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় ২৪০ বোতল ফেনসিডিল, দেশীয় হাসুয়া, চাপাতি এবং লোহার দা উদ্ধার করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে থানায় মাদক চোরাচালান ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।